হাসিল না দিলে কোরবানি হবে কি এবং অনলাইন এ কোরবানির পশু কিনলে করণীয়

হাসিল না দিলে কোরবানি হবে কি এবং অনলাইন এ কোরবানির পশু কিনলে করণীয়


কুরবানীর সময় আমরা কুরবানীর পশু কিনতে হাটে যাই। প্রত্যেক পশু কেনার পর হাসিল দিতে হয়। এখন জানার বিষয় হল, হাসিল কুরবানীর পশুর হক, নাকি হাটের ট্যাক্স? কেউ যদি হাসিলের টাকা না দিয়ে চলে আসে তাহলে তার কুরবানীতে কোনো সমস্যা হবে কি না?

আমরা অনেকে মনে করি বাজার থেকে কোরবানির পশু কিনে হাসিল না দিলে কোরবানি হবে না। এ ধারণা ঠিক নয়, তবে হাসিল হাটের ভাড়া, হাট কর্তৃপক্ষের হক, যারা বাজার ব্যবস্থাপনা করেন এটা তাদের হক, যা কোরবানির পশুর হাট বসার বেবস্থা করে দেয়ার বিনিময় নিয়ে থাকেন, তাই এ টাকা পরিশোধ করা জরুরি, আপনি হাসিল না দিলে আপনার কোরবানি হবে কিন্তু আপনি বান্দার  হক নষ্ট করার কারণে বড় ধরণের গোনাহগার হবেন।

তবে যারা অনলাইনে কোরবানির ডিজিটাল হাট থেকে গরু কিনবেন তাদের কোনো হাসিল দিতে হবে না, আমরা যদি হাত কর্তৃপক্ষের হকের কথা বলি তাহলে এখানে উল্লেখ যে আমারা যেহেতু হাতে যাচ্ছিনা সেহেতু হাসিল দেয়ার প্রশ্ন ই আসেনা এছাড়াও যারা অনলাইনে কোরবানির ডিজিটাল হাট থেকে গরু কিনবেন তাদের কোনো হাসিল দিতে হবে না এমনটা বলেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


সৌজন্যে: ফাতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা, এবং বিভিন্ন আলেম ওলামায়ে-কেরাম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন